দাদু
দাদু
খাদিজা বেগম
দাদু দাদু আমার আদু
দাদু দাদু প্রিয় দাদু,
ছোট্ট থেকেই আমায় করল
তার প্রেমেতে ভীষণ জাদু।
হাত ধরে তার চলছি ছুটে
সে যে প্রথম চলার সাথী,
তাহার সাথে খেলছি খেলা
সে যে প্রথম খেলার সাথী।
শত নামে ডাকত আমায়
হীরা, পান্না, সোনা, গেদু।।
হাজার গল্প শোনাতো সে
ঘুম না আসার আগে আগে,
দাদুর সাথে কাল কাটাতে
আমার অনেক ভালো লাগে।
দাদুর আদর জাদুর মত
ভালোবাসা ভরা সিন্ধু।।
দাদু আমার মহাজ্ঞানী
পবিত্রতায় অটল মানুষ,
তার মুখেতে সবাই ভালো
শুনিনি তো কারো দোষ।
তাহার মুখে নাই অভিশাপ
সবার জন্য দোয়া শুধু।।
Comments
Post a Comment