মানুষ খুঁজে পাই না
মানুষ খুঁজে পাই না
খাদিজা বেগম
আমরা মানুষ সব হতে চাই
শুধু মানুষ হতেই চাই না,
তাই তো এখন সবি আছে
শুধু মানুষ খুঁজেই পাই না।
আর্মি, পুলিশ, ইঞ্জিনিয়ার,
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান,
খুঁজলে মিলে পথে ঘাটে
নাই ভিতরে মানুষের জ্ঞান।
মসজিদ, মন্দির, আদালতে
ঘুষখোর ছাড়া কিছুই পাই না।।
রাজনীতিবিদ রাস্তায় রাস্তায়
দেয় স্লোগান মানব সেবার,
ক্ষমতাটা হাতে পেয়ে
খায় জনতার সব অধিকার।
কাজে কর্মে আর কথাতে
তাদের ভিতরে মিল পাই না।।
মানুষগুলো কোথায় যেন
বন্দি তারা কোন ফাঁদে,
মানবদেহে আত্মা বন্দি
আহাজারি করে কাঁদে।
সত্য দিয়ে মিথ্যা কেনার
জঘন্য জন যেন হই না।।
আমরা মানুষ, মানুষ হলেই
থাকতো না কেউ অনাহারী,
কেউ হতো না নির্যাতিত
ঠাই পেত না অত্যাচারী।
মানুষ হবার আগে যেন
অন্য কিছু হতে চাইনা ।।
Comments
Post a Comment