অমানুষের স্বভাবে

 

অমানুষের স্বভাবে

খাদিজা বেগম 


দ্বারে দ্বারে ঘুরে ঘুরে 

পারবো না আর এভাবে,

এই নিজেকে ছোট করতে 

অমানুষের স্বভাবে।।


আত্ম সম্মান বোধ বুদ্ধিটা

পারবো না আর হারাতে,

লোভ লালসার ভূতটাকে তাই

আমায় হবে তারাতে।

এমনি মানুষ হয় অমানুষ

মনুষ্যত্বের অভাবে।।


মানুষ হয়ে ঘুরবো আমি 

মানব সেবা করিয়া,

সেবক মানুষ মরেনা তো

অমর থাকে মরিয়া।

অনুতাপের অশ্রু ছেড়ে 

মনের ক্রোধ মন নিভাবে।।


সত্য সদা শক্তিশালী

তার কাছে সব পরাজয়,

সত্য ছাড়া মানুষগুলো 

পশুর চেয়েও ঘৃণা হয়।

সত্য দিয়ে মিথ্যাটাকে 

ও মন তুমি দাবাবে।।






Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান