মিষ্টি বধূ
২৯/০৮/২০১৯(ক: নং- ৬)
খাদিজা বেগম
মিষ্টি বধূ
সংকোচ ভুলে থাকো আরও কাছে কাছে,
লজ্জা রেখে রাখো আমায় পাশে পাশে।
ওগো আমি নয়তো এখন আর তোমার পর,
তুমি আমার মিষ্টি বধূ আমি যে বর।
হাজার রাত্র জাগা স্বপ্ন তুমি আমার,
ওগো বন্ধু রাখো আমায় বুকে তোমার।
আদর দেবো সোহাগ দেবো নেবো যে প্রেম,
তোমার হাতে পৃথিবীতে তাই তো এলেম।
একটুখানি তোমার হতে পেলে আদর
তোমার অঙ্গে হয়ে রব প্রেমের চাদর।
দেখো দেখো ঝিরি ঝিরি জ্যোৎস্না ঝরে,
ঝোপেঝাড়ে জোনাকিরা খেলা করে।
এসো দু'জন হারিয়ে যাই দু'জনাতে,
জনম জনম থাকি আমরা সাথে সাথে।
Comments
Post a Comment