কারো পিছে ছুটবোনা
কারো পিছে ছুটবোনা
খাদিজা বেগম
কারো পিছে ছুটবোনা আর
চলবো আমি নিজের মতো,
নিজের পথটি গড়বো নিজেই
তাহা হোক না কঠিন যত।
আমারও তো আছে বুদ্ধি
তা লাগাবো সঠিক কাজে,
বোঝা থেকে সম্পদ হব
সুখ ছড়াবো এই সমাজে।
উঁচু মাথায় চলবো আমি
করবো না সীর অবনত।।
বন্দি থাকা স্বপ্নগুলো
আজ মেলেছে দুটি ডানা,
স্বপ্ন ধরে চলবো আমি
শুনবো না আর কারো মানা।
ভয় করে না এখন আমার
যুদ্ধ করতে অবিরত।।
যুদ্ধ থেকে পালাবো না
জীবন যুদ্ধে নেই পরাজয়,
জীবন মরণ করবো লড়াই
লড়াই করে বাঁচিতে হয়।
চোখের অশ্রু পুড়ে গেছে
ছাই করেছি মনের ক্ষত।।
Comments
Post a Comment