শূন্য

 ১৫/০৯/২০১৯ (ক.নং-১০)

প্রাপ্তির জায়গায় শূন্য

খাদিজা বেগম 


প্রাপ্তির জায়গায় শূন্য দেখি

হিসাব কষে মিলে না ফল,

যা করেছি সবি তো ভুল

কর্ম সকল হলো বিফল।।


কালো চুল সব সাদা হলো

আর রং মেখে কি হবে বল,

সাদা মনটা কালো হলো

এযে পাপীর পাপের কুফল।


সতেজ চামড়া ঝুলে গেলো

চলে গেলো শরীরের বল,

জেনা , সুদ, ঘুষ কিছু নেই বাদ

ব্যাবিচারে খেয়েছি মল।


লোভ লালসায় ডুবে থাকে

অর্থ গ্ৰাসে করেছি ছল,

কচু পাতার উপর জীবন

পানির মতো করে টলমল।


হবে যেতে শূণ্য হাতে

আমার যাবার এসেছে কল,

 পূর্বের সকল কুকর্ম আজ

দু'নয়নে ঝরেছে জল।


থাকতে জীবন তওবা কর মন

আর করিস নে তুই কোন ছল,

সাধু খোলস ভেঙে চুড়ে

সত্যি সত্যি সৎ পথে চল।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান