কান্দে হিয়া

 কান্দে হিয়া

খাদিজা বেগম 


তোমার জন্য কান্দে হিয়া 

সলিল ঝরে চক্ষু দিয়া 

কঠিন কষ্টে আছি আমি 

তোমার সাথে প্রেম করিয়া।


চোখ বুজিলে ঘুম আসে না 

তুমি আমার কাছে আসো,

হাত বাড়ালে পাইনা তোমায় 

তুমি কেমন ভালোবাসো?

জ্বলে পুড়ে মরলাম আমি 

মনহীনারে এই মন দিয়া।।


তোমার জন্য মন দিওয়ানা 

বুঝেও কেন বোঝনা তা?

বুকের মাঝে যন্ত্রণা হয়

অঙ্গে অঙ্গে প্রেমের ব্যথা।

ভালবাসার মলম নিয়া 

আসো তুমি বর সাজিয়া।।


দুষ্ট দুষ্টু হাসি তোমার 

আমার অনেক ভালো লাগে,

সারাটা ক্ষন তোমার সাথে 

আমার থাকার ইচ্ছা জাগে।

আল্লাহ রাসুল সাক্ষী রেখে 

তাই তোমাকে করবো বিয়া।।





Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান