চোর পুলিশ

 চোর পুলিশ

খাদিজা বেগম

 ০৮/১০/২০১৯


পুলিশ হাসে সন্ত্রাস হাসে

চোর পুলিশে এখন ভাই ভাই,

জনগণে যাবে কোথায়?

বাঁচার কোনো উপায় যে নাই।


আমার সোনার বাংলাদেশে 

আমরা পাই না স্বাধীনতা,

স্বাধীন খুনী সুখে হাসে

আর পারি না সই তে ব্যথা।


ভয়ে ভয়ে যায় না বাঁচা

মেরে ফেলো মোদের আজি,

বাংলা মাকে ভালোবেসে

মায়ের জন্য মরতে রাজি,


বাঙালি তাই বীরের রক্ত

জন্ম থেকে আমাদের গায়,

মরতে যখন চাইছি আমরা

ন্যায্য দাবি করবোই আদায়।


পাকিস্তানের হায়নাদেরকে

হর মানালো সভ্যযুগে, 

প্রতিবাদী ছিলেন মুজিব

তবু যায় নি ওদের ভোগে।


ক্ষুদিরাম এর হলো ফাঁসি

দেখে ছিলো জগত ফাঁসি,

তিতুমীরে যুদ্ধ করে

শহীদ হলো হাসি হাসি।


তবে কেন করলে তোমরা

আবরার কে নির্মম হত্যা?

আসমান জমীন জুুরে কাঁদে

শুনি আবরার ভাইয়ের আত্মা।


হাতে মারলে, পাযে মরলে

মারলে তারে সারা পিঠে,

মারতে মারতে করলে কালা

তাহার চামড়া গেলো ফেটে। 


ভাইটি তখন চিৎকার করলো

না জানি সে কি কি বলে?

তাহা ভেবে শিহরে উঠি

আমার নয়ন ভরে জলে।।


বুকের পাঁজর ভেঙে চুড়ে

দুঃখের ঝড়ে মনটা মরে,

জ্যান্ত থেকে আছি যেন

অন্ধ কার কারা ঘরে।


আর কতো লাশ ভেসে উঠলে

খালে বিলে নদীর জলে,

আর কতো মা ,আদরের বোন

পশু ছিঁড়ে ছিঁড়ে খেলে।


হৃদয় জাগবে মানবতা

বদন খুলে বলবে কথা,

শেষ হবে সব দুঃখ ব্যথা

কাটবে সবার নিরবতা।


আর কতো শোক দেখবো আমরা

এবার শক্তি জাগাও বুকের,

আর কতো লাশ দেখবো আমরা

ঝরাবো জল অবুঝ চোখের।


এসো প্রতিবাদী হয়ে

অগ্নির মতো দাউ দাউ জ্বলি,

ভয় ভীতি সব রেখে দিয়ে

 সত্যি সঠিক পথে চলি।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান