স্বাধীনতা
স্বাধীনতা
খাদিজা বেগম
২৩/১২/২০১৯
যাদের ডাকে যুদ্ধে গেলাম
বাংলা মাকে স্বাধীন করলাম,
আজকে দেখি তাঁরাই এখন
পরাধীনতাকে করছে সালাম।
যাদের ডাকে ঝাঁপিয়ে পড়ে
রক্ত সাগর দিলাম গড়ে,
আজকে দেখি তাঁরাই এখন
রক্ত নিয়ে খেলা করে।
যাদের ডাকে উদ্ধার করলাম
ভোট অধিকার গনতন্ত্র,
আজকে দেখি তাঁরাই এখন
চালায় ঘৃণ্য ষড়যন্ত্র।
যাদের ডাকে সাড়া দিয়ে
মা, বোনদের বিলীন সম্ভ্রম।
আজকে দেখি তাঁরাই এখন
ধর্ষণকারীর অভয় আশ্রম।
যাদের ডাকে এক হয়ে সব
স্বাধীনতা করলাম সন্ধি,
আজকে দেখি তাঁদের হাতে
স্বাধীনতা মোদের বন্দী।
শিক্ষিত জন কেঁদে মরে
কর্ম খুঁজে বয়সটা শেষ,
দক্ষ কর্মীর অভাবে ভাই
লক্ষ্যচ্যুত আমার এদেশ ।
কৃষক শ্রমিক পায় না মূল্য,
পুঁজিবাদী করছে গ্ৰাস ,
দেশ প্রেমিকরা হচ্ছে গুম, খুন
আজ রাজত্ব করছে সন্ত্রাস।
ভেবে ভেবে যুগ কেটেছে
এভাবে আর ভাববে কত?
মরার আগে এক বার মরো
বীর বাঙ্গালী বীরের মতো।
জেলের ভয়ে ফাঁসির ভয়ে
মিউ মিউ করে না প্রতিবাদী,
ভয়ে ভয়ে হয় যে কাতর
স্বার্থবাদী , অপরাধী।
জীবন মৃত্যু আল্লাহ হাতে
ঈমান ছাড়া কিছুই নাই,
অত্যাচারী দমন করতে
তবে কেনো মিথ্যে ভয় পাই।
আমরা কজন মুক্তি সেনা
মানবতার মুক্তির আশায়,
এখন থেকে প্রতিবাদী
মন জেগেছে মুক্তির নেশায়।
Comments
Post a Comment