বিশ্বা বিবেক

 বিশ্ব বিবেক

খাদিজা বেগম

২৩/০৯২০১৯


বিশ্বটা আজ ভরে আছে

চরণ চাটা কুকুরে,

বিবেক শূন্য মানব গুলো

 অন্ধ যে দিন দুপুরে।


চাঁদাবাজি টেন্ডারবাজি

হর হামেশা চলছে বেশ,

নেশায় নেশায় স্বপ্ন মরে

যুব সমাজ হলো শেষ।


রাঘব বোয়াল অথৈ জলে

ধরা ছোঁয়ার কত দূরে,

নিত্য ধরি চুনা পুঁটি

মানবতা ছাই পুড়ে।


বিশ্ব বিবেক জেগে দেখ

একবার দেখো না চেয়ে,

রাজায় রাজায় যুদ্ধ করে

প্রজা মরে না খেয়ে।


শাসন নামে শোষণ চলে

রোহিঙ্গা হয় প্রজাগণ,

রাজ্য নয়তো রাজার সম্পদ

রাজ্যের মালিক জনগণ।


একবার পেলে রাজ্য হাতে

দখল রাখে যুগ যুগে,

চোরে চোরে দোস্তি গড়ে  

ব্যালট ভরে সুযোগে।


বিদ্যালয়ে আজ শিক্ষা নেই

হেঁটে চলার নেই ফুটপাত,

মানবের নেই সাহস শক্তি

অন্যায়ের নেই প্রতিবাদ।


সত্য কথা বলতে মানা

গণতন্ত্র হীন রাজ্যে,

সঠিক পথে চলতে মানা

আর কুলায় ধৈর্যে।


নিত্য নিত্য মরার চেয়ে

বীরের বেশে মরবো আজ,

মরার আগে গড়ে যাবো

 সুখী সুন্দর এ সমাজ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান