বড়ি যাবো বাড়ি
খাদিজা বেগম
বাড়ি যাবো বাড়ি
মন বলেছে বারে বারে
বাড়ি যাবো বাড়ি যাবো,
প্রিয় মানুষ বুকে নিয়ে
বুকের জ্বালা সব জুড়াবো।
ঈদ মানেই তো আনন্দের দিন
ঈদ মানেই তো সুখের মেলা,
ঈদ মানেই তো প্রিয়জনের
আদর সোহাগ সারা বেলা।
ঈদে মানেই তো প্রিয় হাতের
মজার মজার খাবার খাবো।।
ঘরেরে মানুষ পরেরে মানুষ
প্রতিবেশী, আত্মীয় সকল,
সবাই মিলে থাকবো খুশি
কারো চোখে থাকবে না জল।
মান অভিমান ভুলে গিয়ে
বুকের সাথে বুক মিলাবো।।
গরিব দুঃখীর ঈদের বাজার
সাধ্য মত দেবো কিনে,
একটি হলেও পারবো সবাই
নতুন কাপড় ঈদের দিনে।
হিংসা, নিন্দা ভুলে গিয়ে
মিলনের গান সবাই গাবো।।
Comments
Post a Comment