ভালবাসি
ভালোবাসি
খাদিজা বেগম
২৯/০৯/২০১৯
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
যতো বলি ততো ভালো লাগে,
বারে বারে ফিরে ফিরে ভালোবাসি
এ কথাটি বলার ইচ্ছা জাগে।
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
যতো শুনি ততো চাই যে শুনতে,
ভালোবাসার সঙ্গী যদি থাকে দূরে
হৃদয় পুড়ে প্রহর হয় গুণতে ।।
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
ভালোবাসার কাছে কত যে ঋণ,
ক্ষণে ক্ষণে পৃথিবীর সব রং রূপ বদলায়
ভালোবাসা হয়ে রয় যে রঙিন।
ভালোবাসি এতো দামী মধুর কথা
কে বলেছে? শুনেছে কার অন্তর ,
কে লিখেছে? কে পড়েছে? প্রথম বার
কারো কাছে আছে কি তার উত্তর।
কোথা থেকে শুরু হলো ভালবাসা?
জানি না তো আছে কি না এর শেষ,
জানি শুধু ভালবাসা ছিল আছে
ভালোবাসায় দূর হয় যন্ত্রণা ক্লেশ।
Comments
Post a Comment