উদ্যোক্তা

 উদ্যোক্তা

খাদিজা খাতুন


ইঞ্জিনিয়ার নয় ডক্তার নয়

নয় এডভোকেট নয় বিচারক,

আমি হব এক উদ্যোক্তা

দৃষ্টিভঙ্গির সংস্কারক।


বুদ্ধিজীবী চাকরিজীবী 

ওসব আমি হবো না তো,

পক্ষপাতী ভাল্লাগেনা 

করবো না এই মাথা নতো।

আমি হব এক ব্যবসায়িক

নিয়োগ দেবো হাজারো লোক।।


কর্মীরা সব এক পরিবার

থাকবো হয়ে আমরা ভাই, বোন,

সবার খবর রাখবো আমি 

দেখব কাহার কি প্রয়োজন?

আমার স্বপ্নের প্রতিষ্ঠানে

বেকার ভাই-বোন কে মোবারক।।


আমার পাশে থাকবে যারা 

আমি খেলে তারাও খাবে,

আমি সফল হলে তারাও 

সফলতার আংশ পাবে।

হৃদয় থেকে শপথ আমার

আমি করব না অবিচার।।



Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান