ইচ্ছে
০৮/০৯/২০১৯(ক., নং-৭)
ইচ্ছে জাগাও
খাদিজা বেগম
মুখে মুখে ভালোবাসা অভিনয়ে মনটা পূর্ণ,
তাই দেখি আজ দুখী সমাজ সুখ শান্তি হীন নীতি শুন্য।
এজন্য যে আমরা দায়ী, এসমাজের কোন দোষ নাই,
আগামী দের কথা ভেবে ,এসো আমরা ঘুরে দাঁড়াই।
প্রেম প্রীতি ভালবাসায় বুক বাধি নতুন আশায়,
কোন কষ্ট - বেদনা নাই ,কানায় কানায় শান্তি সেথায়।
একের পাশে অন্যে আসে ,জড়ায় সেথায় ভালো বেসে,
এমন একটা সমাজ গড়বো , থাকবো সুখে এমন দেশে।
ত্যাগে ত্যাগে হবো ত্যাগী ,খুশি করবো ভাগাভাগি,
হিংসা,বিদ্বেষ রেখে আমরা ,সৎ মনোভাব নিয়ে জাগি।
আমরা সবাই হলে মানব ,কেউ রবেনা কোন দুঃখে,
মানব জীবন হবে সুখী ,থাকবো আমরা স্বর্গ সুখে।
ইচ্ছে জাগাও আমরাই পারবো ,করবো না আর কোন অকাজ ,
গড়ব সুখী,সমৃদ্ধশালী ,মানবতা পূর্ণ সমাজ।
Comments
Post a Comment