ফুল ফুটিলে

 ফুল ফুটিলে

খাদিজা খাতুন 


ফুল ফুটিলে ভ্রমর আসবে

নেবে ফুলের মধু লুটে,

ফল পাকিলে পাখি আসবে

পাকা ফলের ঘ্রাণে ছুটে।


প্রকৃতির এই নিয়ম মেনে 

চলছে মানব জীবনধারা,

ফুলের চেয়ে মানুষ সুন্দর 

মহা জ্ঞানীগুনি তারা।

মানব প্রেমে মানব পরবে

পথ হারাব না কেউ টুটে।।


মেঘের ডাকে বৃষ্টি আসে 

ভিজিয়া যায় নদীর পানি,

মনের ডাকে মন সাড়া দেয়

সূচনা হয় প্রেম কাহিনী।

তবু হৃদয় পবিত্র রয়

পা বাড়ায় না পাপের রুটে।।


উপরওয়ালা ঠিক করেছেন 

যে মানুষের জন্য যারে,

আজ না হলেও কোন একদিন

ধৈর্য ধরলেই পাবে তারে।।

প্রেমের নামে কিছু মানুষ

নোংরা পশু হয়ে ওঠে।।









Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান