রচয়িতা
রচয়িতা
খাদিজা খাতুন
রচয়িতা কি যে দিয়া
রচিয়াছে তোমাকে,
আমি থাকতে পারি না যে
তোমায় একটু না দেখে।
কেন তোমায় ভালো লাগে
ভালোবাসি এতটা?
নিজের চেয়েও আরো বেশি
জানি না তা কতটা।
তুমি ছাড়া আধার দেখি
আমি আমার দুই চোখে।।
জানিনা তো কেন এত
তোমার প্রতি আমার টান,
মাঝে মাঝে ভাবি আমি
তুমিই বুঝি আমার প্রাণ।
তোমার ছোঁয়া জাদুর মত
বশ করেছে আমাকে।।
তোমার হাসি ফুলের মত
ছড়ায় মাতাল করা ঘ্রাণ,
তুমি যেন আমার জন্য
আল্লাহ তাআলার শ্রেষ্ঠ দান।
তোমার কথা মধুর মত
আনন্দ দেয় আত্মাকে।।
Comments
Post a Comment