মাটির কাছে
মাটির কাছে
খাদিজা বেগম
মাটির কাছে শিখির আছে
ধৈর্য শক্তি কাকে বলে?
এই মাটিকে কেউ বা কোপায়
বুক চিরিয়া কেউ বা চলে।।
এই মাটির বুক ছিদ্র করে
কেউবা বাসায় গভীর নলকূপ,
মাটি কেটে বানায় পুকুর
তবু মাটি থাকে নিশ্চুপ।
তবুও মানুষ ভালোবেসে
মাটি রাখে তাহার কোলে।।
অত্যাচারীর পঁচা গন্ধে
আসবে ছুটে নানানা পোকা,
উল্লাস করে খাবে তারে
যে মানুষেরে দেবে ধোকা।
যে জন থাকে সত্যে সাথে
জীবন যায় না তার বিফলে।।
যাদের কথায় অশ্রু ঝরে
কাজে ভাঙে মানব হৃদয়,
মানব রূপে দেখতে হেলায়ও
ওদেরকেই অমানুষ কয়।
বর্তমানে জন্য ওরাই
ভবিষ্যতে পুড়বে জ্বলে।।
Comments
Post a Comment