বড়ো পাপী

 বড়ো পাপী 

খাদিজা বেগম 



কথায় কথায় বলো কেন 

অন্য জনকে বড়ো পাপী,

অন্যের কথা ছেড়ে দিয়ে 

দেখো নিজের ঐ পাপ মাপি।


অন্যের পিছে পড়ে থাকলে

লাভ হবেনা তোমার কোন,

নিজের পিছে পড়ে থাকো 

সফল হতে পারো যেন।

সব অপরাধ পড়বে মনে

 হাতে পাইলে কর্ম লিপি।।


নিজে বলো মিথ্যা কথা 

অন্যকে কও মিথ্যাবাদী,

অন্তর্যামী জানেন সবই 

কে  পুণ্যবান কে অপরাধী।

শেষ বিচারের ভয়ে ও মন 

হয়ে যাও আজ অনুতাপী।।


মানুষ খোঁজো মানুষ বোঝো 

ঐ মানুষে তার বসবাস,

মানুষেরে কষ্ট দিলে 

হবে তোমার খুব সর্বনা।

শেষ বিচারে মুক্তি পেতে

চিন্তাভাবনায় থাকো সাফি।।








Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান