চিন্তা করো

 চিন্তা করো

খাদিজা বেগম 


চিন্তা করো চিন্তা করো 

তুমি যাহা চিন্তা করো, 

তাহা নিয়েও চিন্তা করো

ন্যায় অন্যায়ের চিন্তা করো।।


ঘুমের আগে চিন্তা করো 

তোমার সকাল আসবে কিনা?

আজানা শুনলেও চিন্তা করো 

পরের আজান শুনবে কি না?

লোক ঠকিয়ে খাবার আগে 

হজম শক্তির চিন্তা করো!


অন্যের ক্ষতি করার আগে 

কর্মফলের চিন্তা কারো,

যে কর্মফল হয় দাবানল

এমন কর্ম কেন করো?

জন্মিলে তো মরতে হবে 

বাঁচাতে জন্য ক্যান পাপ করো?


ন্যায় অন্যের পথ দুটি ঐ 

সবার জন্য সমান খোলা,

ন্যায়ের পথে মানুষ চলে

অন্যায় পথে সত্য ভোলা।

চিন্তা করে চিন্তা করো 

শেষ বিচারের চিন্তা করো।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান