একটাই সুযোগ
একটাই সুযোগ
খাদিজা বেগম
ভেবেচিন্তে কথা বলো
জেনেশুনে নাও সিদ্ধান্ত,
হঠকারিতা ভালো কাজ নয়,
এই জীবনটা নয় অনন্ত।
একজীবনে একটাই সুযোগ
লেগে থাকো ভালো কাজে,
একটু সময় যায় না যেন
কুকাজ কর্মে আজে বাজে।
ছোটখাটো ব্যাপার গুলো
যাও এড়িয়ে থাকো শান্ত।।
পাপ থেকে যাও দূরে সরে
পবিত্রতা করো অর্জন,
ঐ মল, মূত্রের মত তোমার
লোভ লালসা করো বর্জন।
সত্য পথে মরবে তবু
কভু হবে না ক্লান্ত।।
না থাকুক ঐ হাত পায়ের রগ
ব্যাংক ব্যালেন্স আর দৃষ্টি শক্তি,
তবু তুমি শ্রেষ্ঠ মানুষ
সত্য তোমায় দেবে মুক্তি।
লোভ তোমাকে ধ্বংস করবে
যদি লোভে হও আক্রান্ত।।
Comments
Post a Comment