স্বাধীনতা
স্বাধীনতা
খাদিজা বেগম
অনাহারী লোকের কাছে
স্বাধীনতা তিন বেলা ভাত,
ঐ গৃহহীন লোকের কাছে
স্বাধীনতা এক টুকরা ছাদ।
কর্মহীন দের স্বাধীনতা
কাজের বিনিময়ে টাকা,
অসুস্থদের স্বাধীনতা
সেবা পেয়ে সুস্থ থাকা।
নাগরিকদের স্বাধীনতা
অন্যায়ের প্রতি প্রতিবাদ।।
সাংবাদিকদের স্বাধীনতা
হুবাহু সব প্রকাশ করা,
কবি দলের স্বাধীনতা
বর্তমানকে তুলে ধরা।
জনগণের স্বাধীনতা
ভয়-ভীতিহীন চলবে দিন রাত।।
ছাত্র-ছাত্রীর স্বাধীনতা
শিক্ষা অঙ্গন রাজনীতিহীন,
ব্যবসায়ীদের স্বাধীনতা
চাঁদাবাজ আর সন্ত্রাসবিহীন,
চাকরিজীবীর স্বাধীনতা
আপন কর্মে কেউ দেবে না হাত।।
Comments
Post a Comment