মানব সমাজ
মানব সমাজ
খাদিজা বেগম
মানব সমাজ মানুষহীন আজ
মানব রূপে পশুদের বাস,
স্বাধীনতা নেই তো কারো
সবাই অর্থ ক্ষমতার দাস।।
চোর, ডাকাতে জোট বেঁধেছে
ঘুষখোরদের আজ রাজত্ব,
চাঁদাবাজ আর চোরাকারবারী
চলছে তাদের খুব বীরত্ব।
ধুকে ধুকে মরছে মানুষ
হেঁটে চলে মানুষের লাশ।।
আদালত আজ বন্দী জেলা
জনগণে নিপীড়িত,
আইনের নামে বেআইনী কাজ
মানবতা পরাজিত।
থানায় থানায় পঁচা গন্ধ
শকুনেরা করে উল্লাস।।
বিদ্যালয়ে শিক্ষা নেই আজ
শুধু ক্লাস আর এ প্লাস,
বিদ্বেষ ভরা বইয়ের পাতায়
মিথ্যে মানুষ হওয়ার প্রয়াস।
দ্বিধাদ্বন্দে হারিয়ে গিয়ে
আমায় আমি করি তালাশ।।
Comments
Post a Comment