বৃষ্টি এলেই

 বৃষ্টি এলেই

খাদিজা বেগম


বৃষ্টি এলেই বাজে কানে 

ব্যাঙ গুলোর ডাক ঘ্যাঙর ঘ্যাং,

বৃষ্টি ভেজা পথিকেরে 

পথে মারে জোরছে ল্যাং।


বৃষ্টি আসে ছাতা ঠেলে 

সবকিছু দেয় ভিজিয়ে,

বজ্র আসে আকাশ ছিড়ে 

কত জীবন যায় নিয়ে।

বজ্রের ভয়ে ছুটতে গিয়ে 

কত জনে ভাঙ্গে ঠ্যাং।।


বৃষ্টি পেয়ে কেউবা ঘুমায় 

নকশি কাঁথা দিয়ে গায়,

যাদের কোন ঘর বাড়ি নাই 

তাদের বেঁচে থাকাই দায়।

কেউবা আবার হাঁটতে হাঁটতে 

কাঁদা পথে চিৎপটাং।।


টাপুর টুপুর বৃষ্টি সুরে 

কেউবা গেয়ে ওঠে গান,

কেউ বাবার নেচে নেচে 

বৃষ্টির জলে করে স্নান।

বৃষ্টি হলেই ব্যাঙের বিয়ে 

আনন্দেতে মশগুল ব্যাঙ।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান