একটা কবর

 একটা কবর

খাদিজা বেগম


কেউ জানেনা আছে কিনা 

একটা কবর তার কপালে,

তবু কেন বোকা মানুষ 

রাখতে চায় সব তার দখলে।


ঘুম আসিলে আমার চোখে 

মরণের ভয় জাগে মনে,

আমি যদি না জাগি আর 

সেই ভাবনায় জল নয়নে।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়বে 

জনে জনে কাল সকালে।।


দলে দলে আসবে মানুষ 

একটি পলক দেখবে আমায়,

খাট পালঙ্ক ছেড়ে দিয়ে 

তখন আমি থাকবো নামায়।

আপন লোকে অশ্রু চোখে 

বিদায় দিবে শেষ বিকালে।।


আমার বলে থাকবে আমার 

আমার হাতের সেই কর্মফল,

যা করেছি দিনের রাতে 

এই দেহটা থাকতে সচল।

এই মাটিটা মিশে যাবো 

ওই মাটিতেই কালে কালে।।


মাটির দেহ রাতে সুখে 

কেউ করোনা ছলচাতুরি,

মাটির দেহ মাটি হবে 

সবই মিথ্যে বাহাদুরি।

নিজেকে আর জড়ায়ো না

লোভ লালসার নোংরা জালে।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান