খুব সকালে
খুব সকালে
খাদিজা বেগম
খুব সকালে কাক ডেকে কয়
খোকা, খুকু তোমরা ওঠো,
ফুল ফুটেছে ঘ্রাণ ছুটেছে
তার সুবাসে তোমরা ছুটো।
এখন সময় জেগে ওঠার
উঠছে দেখো সোনার রবি,
চারিদিকে সুন্দর দৃশ্য
এই যেন ঐ স্রষ্টার ছবি।
দেখবে যত চোখ জুড়াবে
মন মাতানো তপন ফটো।।
চোখের পাতা খুলে দেখো
চারিদিকে সোনার আলো,
ঐ অন্ধকার ছেড়ে এসো
আলোর পথে তোমরা চলো।
হৃদয় ভরে আলো কুড়াও
দু'চোখেতে মুঠো মুঠো।
এই প্রতিটা দৃশ্য যেন
জ্ঞানে ভরা এক একটা বই,
নয়ন খুলে মনে প্রানে
একে একে পড় সবাই।
আজকে যারা ছোট্ট শিশু
কালকে হবে বড় প্লেটো।।
Comments
Post a Comment