মহৎ স্বভাব

 মহৎ স্বভাব

খাদিজা বেগম 


যতটা ক্ষণ থাকবে জীবন

হয় না যেন ধৈর্যের অভাব,

ক্ষমা করে করে গড়ো 

ক্ষমাশীলদের মহৎ স্বভাব।।


হঠাৎ করে রাগ করাটা

এই জীবনের একটা অংশ,

সেই রাগটাকে পুষে রাখলেই 

মানব জীবন হবে ধ্বংস।

মানুষ থেকে হবে পশু

বাড়বে যাতো রাগের প্রভাব।।


ভুল করাটাও কোন ভুল নয়

ভুল স্বীকার না করাটাই ভুল,

ভুল গুলোকে শুধরে চলো

চেষ্টা করো থাকতে নির্ভুল।

 মনে প্রানে চেষ্টা করলে 

মানুষ ধারা সবই  সম্ভাব।।


ভুলগুলোকে আঁকড়ে ধরলে 

রাগগুলোকে রাখলে পুষে,

কোন মানুষ থাকে না আর

মানুষ হয়ে নিজের বশে।

শয়তানে তার পরিচালক

ব্যবহারে আমিত্বভাব ।।











Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান