আল্লাহর প্রেম
খাদিজা বেগম
আল্লাহর প্রেম
আল্লাহর প্রেম সেরা প্রেম
আর বাকি সব প্রেমে ধোঁকা,
যে আল্লাহকে ভুলে থাকে
তাহার চেয়ে নাই কেউ বোকা।
আল্লাহর বাণী শ্রেষ্ঠ বাণী
যে শোনেনি তাহার কানে,
অশান্তি তে ডুবেছে সে
শান্তি লাগে না তার প্রাণে।
কুরে কুরে খাচ্ছে তারে
নাস্তিক নামের দাম্ভিক পোকা।
আল্লাহর আদেশ অমূল্য ধন
যে চলেনি তাহা মেনে,
মূল্যহীন তার মানব জীবন
সৃষ্টিকর্তা কে না চেনে।
তার চরণে লুটাই না যে
অকৃতজ্ঞ সে এক রোখা।।
আল্লাহর নিষেধ সীমারেখা
যে মানুষের হয়েছে পার,
পার পাবে না শেষ বিচারে
কঠিন সাজা হবেই তো তার।
আয় ফিরে আয় আল্লাহর কাছে
সেজদায় পরে হৃদয় ঠোকা।।
Comments
Post a Comment