আল্লাহকে

 আল্লাহকে

খাদিজা বেগম 


আল্লাহকে অবিশ্বাস যার 

তার ভাগ্যে নাই জান্নাতের সুখ,

জান্নাতের ঐ পথের বাঁধা

পরনিন্দার, দুমুখো মুখ।


যে লোকে তার প্রতিবেশীর

প্রতি চালায় অপকর্ম,

সেও পাবে না ঐ জান্নাত

এটাই বলে আমার ধর্ম।

আত্মহত্যা করিবে যে

পথ ভ্রষ্ট সে জান্নাত বিমুখ।।


যে উপকার করে আবার 

বারে বারে দেবে খোটা,

সেও পাবেনা, যার কথাতে 

অশ্রু ঝরে ফোঁটা ফোঁটা।

নেশাকারী, ব্যভিচারী

মা, বাবাকে যে দেবে দুখ।।


তাকদির স্বীকার করে না যে

অহংকারী, বিশ্বাসঘাতক,

 যাদু, গণক, ঋণগ্ৰস্থ

মিথ্যাবাদী জালিম শাসক।

ওরাও যাবে না জান্নাতে র্ত

যাদের প্রতি হিংসার অসুখ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান