সন্তান ঋণী

 সন্তান ঋণী

খাদিজা বেগম 


সন্তান ঋণী চিরদিনি

গর্ভধারি মায়ের কাছে,

তেমনি ঋণী দেশের কাছে 

যে যেই দেশে জন্মনিছে।


গর্ভধারী মায়ের ঋণ আর

জন্মভূমি মায়ের এই ঋণ,

ভালবাসার মধুর বোঝা 

জ্ঞানী গুণী বয় চিরদিন।

বেঈমানেরা জিন্দা মাকে 

পরিণত করে লাশে।।


মানুষ রুপে পশু সে জন

যে রাখেনা মায়ের খবর,

সব শয়তানের গুরু সে জন 

যে খুঁড়ে তার দেশে কবর।

নিজেও করে অপরাধ আর 

থাকেও অপরাধীর পাশে।।


দুই মায়েরই সন্তান আমরা 

কেউ নয় একটু ছোট বড়,

মানুষ হলে দুটি মাকেই 

ভালোবেসে যত্ন করো।

সত্যিকারের মানুষ যারা 

তারা মাকে ভালবাসে।।




Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান