সুখ নাই

 খাদিজা বেগম 

সুখ নাই 


সুখ নাই সুখ নাই মনে সুখ নাই

সুখ সে তো এক মরিচিকা,

যেই সুখ পেতে ঘুরছে সবাই

কেউ পায়নি সেই সুখের দেখা।


দূর থেকে সুখ ভেবে কাছে 

গিয়ে দেখি সুখ পোড়া ছাই,

দিনে দিনে দুঃখ বারে 

যতই আমি দুঃখ তাড়াই।

থাকে যদি থাকুন বুকে 

কিছু দুঃখের অগ্নিশিখা।


দুঃখ ছাড়া হয়না জীবন

তবুও সুখ ভাসে চোখে,

সুখের জন্য ঘর ছাড়িয়া 

যাযাবর হয় কত লোকে।

সুখের আশায় যায় জঙ্গলে 

ছেড়ে দিয়ে অট্টালিকা।।


দেখা যায় না, ছোঁয়া যায় না 

সুখ যেনো এক অদৃশ্য ঘোর,

যার ঘোরেতে ঘুরে ঘুরে 

ব্যথিত হয় অবুঝ অন্তর।

সুখী যদি হতে চাও যন

সাফ করো পাপ অহমিকা ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান