কুরসীর নিচে
কুরসীর নিচে
খাদিজা বেগম
কি করিব কোথায় যাব?
দয়াল আমায় সুপথ দেখাও,
কঠিন জীবন সহজ করো
আমায় বিপদ থেকে বাঁচাও।
কষ্ট বইতে কষ্ট লাগে
খুব যন্ত্রণা হয় এই বুকে,
আর পারিনা সইতে আমি
মন মরে যায় ধুকে ধুকে।
তোমার হাতে সব ক্ষমতা
কষ্টগুলো দূর করে দাও।।
অসুখ আমার সুখ নিয়েছে
দুঃখ এখন কানায় কানায়,
তুমি থাকতে আমি দুঃখী
এই দুঃখ কি আমায় মানায়?
সারা জীবন ভুল করেছি
আমায় তুমি মাফ করে দাও।।
মোর পরিক্ষা নিওনা আর
শক্তি নেই যে পরীক্ষা দেওয়ার,
তুমি ছাড়া নেই কিছু আর
আমার বলতে তুমিই আমার।
তোমার কুরসীর নিচে আমায়
ভালোবেসে রাখিয়া দাও।।
Comments
Post a Comment