ভালবাসা
খাদিজা বেগম
ভালবাসা
ভালোবাসা পাবার আশা
আমায় করলো যাযাবর,
তোমায় দেখে ভুলে গেছি
আমি আমার বাড়ি ঘর।
যেথায় গিয়ে দৃষ্টি পড়ে
সেথায় দেখি তোমাকে,
তোমায় দেখার পরে আমি
দেখিনা আর আমাকে।
আয়না দেখলেও তোমায় দেখি
জানো না তো সে খবর।।
চলতি পথে যেতে যেতে
দেখি আমি দাঁড়িয়ে,
এই বুঝি গো আসছো তুমি
ডকছো দুহাত বাড়িয়ে।
তোমার প্রেমে মগ্ন হলে
পুলিশে দেয় চড় থাপ্পর।।
এমন করে আর পারিনা
আমার এই হাত ধরো না,
প্রেমের জ্বরে কাঁপছি ধরে
একটু সেবা করো না।
আপন করে রেখো ধরে
আমি নাইতো তোমার পর।।
Comments
Post a Comment