মাঝ পথে আজ

মাঝ পথে আজ
খাদিজা বেগম 

মাঝ পথে আজ কোন কারণে
একা ফেলে চলে যাও,
তুমি ছাড়া পথ চিনিনা
আমার জন্য তো দাঁড়াও।

তোমার সাথে একি পথে
এতো দূরে এসেছি,
ভুলে যেতে পারব না আর
এতো ভালো বেসেছি।
পথ নেই আর মৃত্যু ছাড়া
তুমি কি মোর মৃত্যু চাও??

হয়তো তুমি নতুন এক জন
পেয়ে আমায় ভুলেছ ,
আমার এই হাত ছেড়ে দিয়ে
সেই হাত ধরে চলেছ?
তুমি ছাড়া কেউ নেই আমার
আমার দিকে ফের তাকাও।।

কোন দোষেতে মন ভেঙেছ
সয় না বুকে এই ব্যথা,
কোন আনন্দে ডুবে আছো
না ভেবে মোর কথা।
এতো দুঃখ দিয়ে আমায়
তুমি কতো শান্তি পাও??




Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান