জানুক জানুক
জানুক জানুক
খাদিজা বেগম
জানুক জানুক এই পৃথিবীর
বন্ধু, শত্রু সকলে,
আমি নেই আর আমার মাঝে
আমি তোমার দখলে।
তুমি আমার রক্ষাকারী
ভালোবাসার চার দেয়াল,
যত্ন করে রেখো আমায়
তোমার কাছে চিরকাল।
তোমায় আমি রাখবো বেঁধে
আমার প্রেমের আঁচলে।।
তুমি আমায় আমি তোমায়
কেহই কাউকে ছাড়বো না,
তুমি আমি আমরা দুজন
একা বাঁচতে পারব না।
দুজন মিলে বন্দি রবো
একটি প্রেমের অঞ্চলে।।
এই জমিনের কৃষক তুমি
আমি তোমার চাষের ফুল,
জীবন মরণ সাথী দুজন
একে অন্যের প্রতিকূল।
অনুকূলে থাকবো না আর
ভুল করেও কেউ ভুলে।।
Comments
Post a Comment