মন খারাপের কারণ

 মন খারাপের কারণ

খাদিজা বেগম 


মাঝে মাঝে পাইনা খুঁজে

মন খারাপের কোনো কারণ,

অঝোরে দুই চোখ ঝরে যায়

মানে না তো কোনো বারণ।


সূর্যের আলো রাতের আঁধার 

কিছুই ভালো আর লাগেনা,

মরণের ক্ষণ গুনে এই মন 

বেঁচে থাকার স্বাধ জাগেনা।

এক পৃথিবী কষ্টের বোঝা

পারিনা আর করতে ধারণ।।


আমার ভিতর শান্তি নেই আর 

 যা আছে তা সব যন্ত্রণা,

 শান্ত থাকতে আর পারিনা 

 শয়তানে দেয় কুমন্ত্রণা।

 আমার কথা ভুলে গিয়ে

 মন করে কোন স্মৃতিচারণ??


যেনো দিন রাত সব একাকার

চারিদিকে সব অন্ধকার,

নীরবে মন কেঁদে মরে 

কেউ শোনে না মোর হাহাকার।

বারে বারে হাতছানিতে 

 ডাক দিয়ে যায় আমার মরণ।।

 

 

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান