অন্ধকার যুগ
অন্ধকার যুগ
খাদিজা বেগম
অন্ধকারে উপচে পরে
চলছে এখন অন্ধকার যুগ,
দুর্নীতিবাজ খুঁজছে এখন
দেশটা গিলে খাবার সুযোগ।
দেখেও যেন দেখছে না কেউ
শুনেও যেন শুনছে না কেউ,
ধুকে ধুঁকে মরছে গরিব
তাহা নিয়ে ভাবছে না কেউ।
বুদ্ধিজীবী সবাই বোবা
সত্য বলার নাই কারো মুখ।।
শিল্পী, কবি মারা গেছে
পান করে ওই ভয় না মেরে বিষ,
দুর্নীতিবাজ কানায় কানায়
পাই না খুঁজে নীতির হদিস।
রাজনীতিবিদ লুভী এখন
তাদের ভেতর লোভের অসুখ।।
দেশ মাতা আজ খুব অসহায়
নাই পাশে তার সন্তানেরা,
তারা এখন শত্রুর পাশে
যেন শত্রুর পোষা ভেড়া।
ভ্যা ভ্যা করে শত্রুর পক্ষে
ক্ষত করে দেশ মাতার বুক।।
Comments
Post a Comment