Posts

Showing posts from February, 2023

অন্যের চোখে

 অন্যের চোখে খাদিজা বেগম  অন্যের চোখে কাঁদি আমি  অন্যের ঠোঁটে হাসি, অনাহারী আহার আমি আত্যাচারীর ফাঁসি। অন্যের মুখের কথা আমি অন্যের হাতের কর্ম, পথ দেখানো পথিক আমি  এটাই আমার ধর্ম। অন্যের সেবায় নিয়োজিত  আমি একজন দাসী।। অন্যের চোখে দেখি আমি  অন্যের পায়ে হাটি, অন্যের মনে সযতনে  তৈরি করি ঘাঁটি। হাসি হাসি মানুষের মুখ  অনেক ভালোবাসি।। সয়না মনে কারো কান্না  ঝড় উঠে যায় বুকে, ঘুম আসে না আমার চোখে  অন্য জনের দুঃখে। অন্যের সুখে সুখী আমি আনন্দতে ভাসি।।অন্যের চোখে খাদিজা বেগম  অন্যের চোখে কাঁদি আমি  অন্যের ঠোঁটে হাসি, অনাহারী আহার আমি আত্যাচারীর ফাঁসি। অন্যের মুখের কথা আমি অন্যের হাতের কর্ম, পথ দেখানো পথিক আমি  এটাই আমার ধর্ম। অন্যের সেবায় নিয়োজিত  আমি একজন দাসী।। অন্যের চোখে দেখি আমি  অন্যের পায়ে হাটি, অন্যের মনে সযতনে  তৈরি করি ঘাঁটি। হাসি হাসি মানুষের মুখ  অনেক ভালোবাসি।। সয়না মনে কারো কান্না  ঝড় উঠে যায় বুকে, ঘুম আসে না আমার চোখে  অন্য জনের দুঃখে। অন্যের সুখে সুখী আমি আনন্দতে ভাসি।।

জানুক জানুক

 জানুক জানুক খাদিজা বেগম  জানুক জানুক এই পৃথিবীর  বন্ধু, শত্রু সকলে, আমি নেই আর আমার মাঝে  আমি তোমার দখলে। তুমি আমার রক্ষাকারী ভালোবাসার চার দেয়াল, যত্ন করে রেখো আমায়  তোমার কাছে চিরকাল। তোমায় আমি রাখবো বেঁধে  আমার প্রেমের আঁচলে।। তুমি আমায় আমি তোমায়  কেহই কাউকে ছাড়বো না, তুমি আমি আমরা দুজন  একা বাঁচতে পারব না। দুজন মিলে বন্দি রবো একটি প্রেমের অঞ্চলে।। এই জমিনের কৃষক তুমি  আমি তোমার চাষের ফুল, জীবন মরণ সাথী দুজন একে অন্যের প্রতিকূল। অনুকূলে থাকবো না আর ভুল করেও কেউ ভুলে।।

মন খারাপের কারণ

 মন খারাপের কারণ খাদিজা বেগম  মাঝে মাঝে পাইনা খুঁজে মন খারাপের কোনো কারণ, অঝোরে দুই চোখ ঝরে যায় মানে না তো কোনো বারণ। সূর্যের আলো রাতের আঁধার  কিছুই ভালো আর লাগেনা, মরণের ক্ষণ গুনে এই মন  বেঁচে থাকার স্বাধ জাগেনা। এক পৃথিবী কষ্টের বোঝা পারিনা আর করতে ধারণ।। আমার ভিতর শান্তি নেই আর   যা আছে তা সব যন্ত্রণা,  শান্ত থাকতে আর পারিনা   শয়তানে দেয় কুমন্ত্রণা।  আমার কথা ভুলে গিয়ে  মন করে কোন স্মৃতিচারণ?? যেনো দিন রাত সব একাকার চারিদিকে সব অন্ধকার, নীরবে মন কেঁদে মরে  কেউ শোনে না মোর হাহাকার। বারে বারে হাতছানিতে   ডাক দিয়ে যায় আমার মরণ।।    

অন্ধকার যুগ

 অন্ধকার যুগ খাদিজা বেগম অন্ধকারে উপচে পরে চলছে এখন অন্ধকার যুগ, দুর্নীতিবাজ খুঁজছে এখন দেশটা গিলে খাবার সুযোগ। দেখেও যেন দেখছে না কেউ  শুনেও যেন শুনছে না কেউ, ধুকে ধুঁকে মরছে গরিব  তাহা নিয়ে ভাবছে না কেউ। বুদ্ধিজীবী সবাই বোবা  সত্য বলার নাই কারো মুখ।। শিল্পী, কবি মারা গেছে  পান করে ওই ভয় না মেরে বিষ, দুর্নীতিবাজ কানায় কানায়  পাই না খুঁজে নীতির হদিস। রাজনীতিবিদ লুভী এখন  তাদের ভেতর লোভের অসুখ।। দেশ মাতা আজ খুব অসহায়  নাই পাশে তার সন্তানেরা, তারা এখন শত্রুর পাশে  যেন শত্রুর পোষা ভেড়া। ভ্যা ভ্যা করে শত্রুর পক্ষে  ক্ষত করে দেশ মাতার বুক।।

অন্যের চোখে

 অন্যের চোখে খাদিজা বেগম  অন্যের চোখে কাঁদি আমি  অন্যের ঠোঁটে হাসি, অনাহারী আহার আমি আত্যাচারীর ফাঁসি। অন্যের মুখের কথা আমি অন্যের হাতের কর্ম, পথ দেখানো পথিক আমি  এটাই আমার ধর্ম। অন্যের সেবায় নিয়োজিত  আমি একজন দাসী।। অন্যের চোখে দেখি আমি  অন্যের পায়ে হাটি, অন্যের মনে সযতনে  তৈরি করি ঘাঁটি। দুঃখী জনার মুখের হাসি  আমি ভালোবাসি।। সয়না মনে কারো কান্না  ঝড় উঠে যায় বুকে, ঘুম আসে না আমার চোখে  অন্য জনের দুঃখে। অন্যের সুখে সুখী আমি আনন্দতে ভাসি।।