পিরিত নামের জাল
পিরিত নামের জাল
খাদিজা বেগম
পিরিত নামের জাল পাতিয়া
তুই আমারে ফাসাইলি,
বিনা দোষে দোষী করলি
চোখের জলে ভাসাইলি।
আমি তোরে বাসলাম ভালো
তুই তো ভালো বাসলি না,
আমারে তুই ফাঁসায় গেলি
বন্ধু তুইতো ফাসলি না।
নিবা ছিল প্রেমের আগুন
তোর হাতে তুই জ্বালাইলি।।
জ্বলছি আমি পুড়ছি আমি
দিবানিশি শান্তি নাই,
তোর পিরিতের অনলে তুই
পুড়ে পুড়ে করলি ছাই।
প্রেমের আগুন জ্বালাইয়া তুই
এখন কোথায় পালাইলি।।
কত কিরা কান্ড কারছ
হাত রাখিয়া এই হাতে,
আজ আমি ক্ষতবিক্ষত
তোর দেয়া আঘাতে।
পাইলে তোরে প্রশ্ন করতাম
আঘাত দিয়ে কি পাইলি??
Comments
Post a Comment