দূর্নীতি
দুর্নীতি
খাদিজা বেগম
জোরছে মারো মারো লাথি
ঐ দুর্নীতির সব ঘাটিতে,
চোর ডাকাতের ঠাঁই দেবো না
বাংলা মায়ের এই মাটিতে।।
প্রতিবাদী আওয়াজ তোলো
নীতির পক্ষে কথা বল,
দুর্নীতিবাজ পাপি সমাজ
ভেঙেচুরে সামনে চলো।
জ্বালো জ্বালো আগুন জ্বালো
সততা নামের কাঠিতে।।
জেগে ওঠো মুক্তি সেনা
যুদ্ধের মাঠে হিংস্র হায়না,
রুখে দাড়াও দুর্নীতিবাজ
যারা দেশের ভালো চায় না।
শান করো ঐ নীতির অস্ত্রে
দুর্নীতিকে আজ ছাঁটিতে ।।
নীতির সাথে সন্ধি করে
ফন্দি ফিকির করব শেষ,
নৈতিকতার সাথে গড়ব
দুর্নীতিমুক্ত বাংলাদেশ।
দুর্নীতিবাজ মারব ধরে
নৈতিকতার সুচটিতে।।
Comments
Post a Comment