ক্ষমা
ক্ষমা
খাদিজা বেগম
ক্ষমা করো ক্ষমা করো
তুমি ক্ষমা করো বন্ধু,
আদর করো শাসন করো
সাথে ক্ষমা করো বন্ধু।
তোমার পিতা-মাতা ভাই-বোন
সবাই ভুলে গড়া মানুষ,
প্রত্যেকের ভিতরে আছে
ছোট কিংবা বড় দোষ।
হাসির হাসির গল্প কর
দিওনা সৎ ভাষণ শুধু।।
সত্তিকারের মানুষ হতে
অর্জন করো সৎ ব্যবহার,
পাপকে ঝেড়ে পাপিকে লও
কাছে টানো বারেবার।
ভুল পথ থেকে সঠিক পথে
নিয়ে চলে যাও ও বন্ধু।।
ভুল মানুষকে সুযোগ দিও
তার ভুলগুলো সব শুধরাতে,
জড়িয়ে না যায় যেন সে
চিরস্থায়ী অপরাধে।
শাসন করো ক্ষমা করো
গড়ে দাও সেই স্নেহের সিন্ধু।।
Comments
Post a Comment