আজি জন্ম নিলে তুমি
আজি জন্ম নিলে তুমি
খাদিজা বেগম
এই দিনে এই ক্ষণে তুমি এসেছিলে এই ধরায় আজ,
রঙ ধনুতে রঙিন হলো , তাই বুঝি এই সতেরই মার্চ।
শতো হাজার শিশুর সাথে, আজি জন্ম নিলে তুমি,
তোমার জন্মে ধন্য হলো, আমার বাংলা মায়ের ভূমী।
মুজিব তুমি নও তো শুধু, আমাদের এই সোনার বাংলার,
সারা বিশ্বের গৌরব তুমি, তুমি গরিব, দুঃখী সবার।
তোমার জন্মের আনন্দে আজ, আনন্দিত পৃথিবীর সব,
তাই বাতাসে পাই পুষ্প ঘ্রাণ,শুনি পাখিদের কলরব।
আজি বাংলার ইতিহাসে, স্বাধীনতার ফের সুচনা,
ইতিহাসের সর্ন পাতায়, তোমার সাহসী রচনা।
তুমি মোদের বঙ্গবন্ধু, এই বাঙালী জাতির পিতা,
অবাক বিশ্ব দেখলো চেয়ে,কি দারুণ দূরদর্শিতা।
আজো আমরা তোমার জন্য,বাঙালি হিসেবে ধন্য,
তুমি যে এই বিশ্বের বিস্ময়, অতুলনীয় অনন্য।
তুমি কতো যে কীর্তিমান, তুমি কতো যে বুদ্ধিমান,
তাই তো তোমার সুনাম করে, কত শিল্পী গেয়েছে গান।
কত জনা তোমার প্রেমে, তাই এঁকেছে কত ছবি,
তোমার নামের কবিতাতে, কত জনা হলো কবি।
বাংলার বুকে বয়ে চলা, আঁকাবাঁকা সকল নদী,
তোমার কির্তন করছে যেন, ঢেউয়ে ঢেউয়ে নিরবধি।
তুমি যোদ্ধা এক মহাবীর, এক লড়াকু রণ সৈনিক
সাতই মার্চের ভাষণ দিলে, দক্ষ ভরা অনাক্ষরিক।
তুমি ছিলে ঐ মিছেলে, মিছিলে আর সমাবেশে,
তুমি ছিলে বন্দী জেলে, এই দেশটাকে ভালোবেসে।
তুমি ছিলে তুমি আছো, তুমি রবে মিশে বাংলায়,
তুমি রবে দেশ প্রেমিকদের ,সাহস শক্তি ভরা হৃদয়।
উন্নয়নের পোশাক পরা, আমাদের দেশটা দেখতে বেশ,
দুর্নীতিবাজ জোট বেঁধে আজ, ভিতর থেকে করেছে শেষ।
এই দুর্দিনে কে দিবে হায়, মোদের সঠিক নির্দেশণা?
কে বা দিবে একতার ডাক, সততার সঠিক প্রেরণা?
কার ডাকে উঠবো জেগে, ঐ দুর্নীতির বিরুদ্ধে লড়ব?
রক্ত দিয়ে জীবন দিয়ে আবার সোনার বাংলা গড়ব!
Comments
Post a Comment