আয়রে আয়

 আয়রে আয়

খাদিজা বেগম 


আয়রে আয় আয় মন তোরে চায়

আয় আয় আয়রে বন্ধু আয় আয়,

তোরে ছাড়া বেঁচে থাকার

আমার নেই তো কোন উপায়।


দিবারাত্রি তোরে ডাকি

আয় আয় আয়রে বন্ধু আয় আয়,

তোর বিরহে জ্বলে আগুন

বিরহিণীর এই কলিজায়।

তোরে ছাড়া জিন্দা মরা

আমার প্রাণটা বুঝি গো যায়।।


জেগে ডাকি ঘুমে ডাকি

আয় আয় আয়রে বন্ধু আয় আয়,

এবার এলে রাখবো ধরে

তোরে দেব না আর বিদায়।

চোখের সাথে চোখ মিশাইয়া

দেখবো তোরে চাইয়া চাইয়া।।


সকাল বিকাল তোরে ডাকি

আয় আয় আয়রে বন্ধু আয় আয়,

একটি পলক দেখবো তোরে

তাই তো আমার চোখ জ্বলে যায়।

আয়রে বন্ধু আয় আয় একবার

বূক ফেটে যায় প্রেম পিপাসায়।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান