এগিয়ে যাও
এগিয়ে যাও
খাদিজা বেগম
এগিয়ে যাও সামনে আগাও
না থেকনা কভু থেমে,
সৎ সাহসী হয়ে আগাও
না যেওনা নিচে নেমে।।
বিবেক-বুদ্ধি যৌবন শক্তি
নিয়ে আগাও ক্রমে ক্রমে,
নাই সততার মত সম্পদ
থাকো ডুবে তারই প্রেমে।
যেখানেই যাও যেথায় থাকো
যাও এগিয়ে দমে দমে।।
আকাশ হতে উঁচু তুমি
দৃঢ় থেকো সত্য শ্রমে,
অন্যের ক্ষতি করতে গিয়ে
থেকনা আর অপকর্মে।
সঠিক পথে ফিরে এসো
এটাই বলছে সকল ধর্মে।।
সবার ওপর তোমার স্থান
না যেও না নিচে নেমে,
সত্যকে বিক্রি করো না
পাগল হয়ে স্বার্থের প্রেমে।
সত্য তোমায় মুক্তি দেবে
এগিয়ে নেবে উদ্যমে।।
Comments
Post a Comment