ও মন তুমি

 ও মন তুমি 

খাদিজা বেগম 


ও মন তুমি মনে রেখো 

কভু ভুলো না এই তথ্য,

দেহের চেয়ে এই প্রান বড় 

প্রানের চেয়ে মনুষ্যত্ব।।


বল তুমি কোথায় ছিলে

কোথায় পেলে এই অস্তিত্ব?

কেন তোমার তার সাথে আজ

কোন কারণে এই দূরত্ব?

কেন তোমায় গ্রাস করেছে

লোভ লালসা আর আমিত্ব?


কার হুকুমের গোলাম তুমি

 করছ কার প্রতিনিধিত্ব?

কে বানিয়েছে তোমায় কর্তা

কোথায় পেলে এই কর্তিত্ব?

জবাব দিহি মাথায় রেখে

চালিয়ে যাও সব দায়িত্ব !


পালিয়ে যাও কেন তুমি

সত্য পথটি ছেড়ে নিত্য,

সৃষ্টিকর্তার আদেশ নিষেধ

ভিতর থেকে দাও গুরুত্ব,

মন থেকে সৎ মানুষ হলে

হারাবে না মনুষ্যত্ব।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান