ঘুমের ঘোরে

 ঘুমিয়ে ঘোরে

খাদিজা বেগম 


ঘুমের ঘোরে এসে তুমি

প্রেমের ঝলক যাও দেখাইয়া,

জেগে উঠে খুজি তোমায় 

কোথায় থাকো গো লুকাইয়া?


এক পলকে আমার বুকে

দিয়েছো আগুন জ্বালাইয়া,

দাও নিভিয়ে প্রেমের আগুন

ছাই করোনা আর পোড়াইয়া।

সামনে পিছে পাইনা তোমায়

খুঁজি আমি পাগল হইয়া।।


তোমার প্রেমে জ্বলছে আগুন

পুড়ছি আমি রইয়া রইয়া।

ডানে খুঁজি বামে খুজি

 খুঁজি অপলক তাকাইয়া,

মরুর বুকে ঢেউ জেগেছে 

আগে ছিলো যা শুকাইয়া।


হাবুডুবু খাচ্ছি একা

নাও তুলে নাও তোমার নায়ে,

সারা জীবন করবো সেবা

তোমার একটু প্রেমের দায়ে।

আড়াল হতে হেসো না গো

আমি তোমার নায়ের নাইয়া।।


যেমন বলবে বাইবো তেমন

ওগো তোমার পানে চাইয়া ।

চাইলে ফেলবো বাসের লগি

নইলে বাইবো বৈঠা দিয়া,

তুমি চাইলে পাল উড়াবো

রাখবো প্রেমেতে ভাসাইয়া।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান