আজি জন্ম নিলে তুমি
আজি জন্ম নিলে তুমি
খাদিজা বেগম
এই দিনে এই ক্ষণে তুমি
এসেছিলে এই ধরায় আজ,
রঙ ধনুতে রঙিন হলো ,
তাই বুঝি এই সতেরই মার্চ।
শতো হাজার শিশুর সাথে,
আজি জন্ম নিলে তুমি,
তোমার জন্মে ধন্য হলো,
আমার বাংলা মায়ের ভূমী।
তোমার ডাকে উঠলো জেগে
নিপীড়িত মানব সমাজ।।
মুজিব তুমি নও তো শুধু,
আমাদের এই সোনার বাংলার,
সারা বিশ্বের গৌরব তুমি,
তুমি গরিব, দুঃখী সবার।
তোমার ডাকে দাসত্ব ভেঙে
স্বাধীন হলো নহাজারো দাস।।
তোমার জন্মের আনন্দে আজ,
আনন্দিত পৃথিবীর সব,
তাই বাতাসে পাই পুষ্প ঘ্রাণ,
শুনি পাখিদের কলরব।
ইতিহাসের সর্ন পাতায়
তুমি গর্বিত বারমাস।।
Comments
Post a Comment