প্রশ্ন করোনা

 প্রশ্ন করোনা

খাদিজা বেগম 


কেন তোমায় ভালোবাসি

 আমায় প্রশ্ন করো না,

সেই প্রশ্নের নেই কোন উত্তর 

আমি দিতে পারব না।


তোমার মাঝে পেলাম খুঁজে

বেঁচে থাকার প্রেরণা,

যেমন রাখবে তেমন থাকবো

শুধু এই হাত ছেড়না।

 আমি তোমার পূজারি ফুল 

তোমায় করি আর্চনা।।


মনে মনে রাত্রি দিনে 

আমি যারে খুজেছি,

তোমায় পেয়ে আজ মনে হয়

তারে আমি পেয়েছি।

তোমায় পেতে করেছি যে 

আমি কত প্রার্থনা।।


আজ পেয়েছি তোমায় আমি

 ছেড়ে কভু যাবো না,

তোমার মাঝে মন সপেছি

তাই আমার নাই ভাবো না।

প্রাণ বাঁচানো নিশ্বাস তুমি 

তোমায় ছাড়তে পারবো না।।



Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান