যে সুখের
যে সুখের (১৪)
খাদিজা বেগম
যে সুখের নাই রং আকৃতি
নাই কোনো স্বাদ আর সুবাস,
তবুও সে সুখের জন্য
আমরা হয়ে থাকি দাস।
যে সুখের নাই সুনিদৃষ্ট
কোন আখ্যা আর ব্যাখ্যা,
তবুও সে সুখের জন্য
আমাদের বুক করে খা খা।
সে সুখ পেতে মানুষ করে
মানুষের সর্বনাশ।।
যে সুখ পেতে দিবানিশি
এক করে ছুটছে সবাই,
অবুঝ মানুষ কেউ বুঝে না
এই দুনিয়ায় সেই সুখ নাই।
রাজা ছাড়ে রাজ মহল তার
পেতে সেই সুখের নিবাস।।
সুখ শব্দটা একটা জাদু
মানুষ ঘুরায় ধাঁধাতে,
ভালো লাগে এই মানুষকে
বারে বার কাঁদাতে।
আমরা সবাই স্বাধীন মানুষ
আর থাকবো না সুখের দাস।।
Comments
Post a Comment