মাহে রমজান

 মাহে রমজান

খাদিজা বেগম 


মাহে রমজান, মাহে রমজান

ফের এসেছে মাহে রমজান,

পাপীতাপী আছে যত 

পাবে তারা পাপ থেকে ত্রাণ।


রাখবো রোজা, পড়বো নামাজ

 করবো এতিম, দুঃখীদের দান।

বার মাসের সেরা এই মাস

পবিত্র এই  মাহে রমজান,

ক্ষমা পেতে দিনে রাতে

সেজদায় পেতে রাখি গর্দান।।


রোজা রেখে ইতিকাফে

করবো নিজে নিজ আত্মদান,

দুনিয়াদারি পিছে রেখে

এগিয়ে নেব ইহসান।

এই মাসেতে নাজিল হল

মহান আল্লাহ্ দান আল-কুরআন।।


চলবো মেনে হাদিস কুরআন

 আল্লাহতালার সকল বিধান,

লালন করবো পবিত্রতা

ধারন করবো পূর্ণ ঈমান।

ন্যায়ের পক্ষে থাকবো অটল

রাখবো শক্ত নিজের স্থান।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান