তখন তখন
যখন তখন
খাদিজা বেগম
যখন-তখন বাজবে ঘন্টা
খাঁচার পাখি যাবে উড়ে,
কারো কোন ক্ষমতা নাই
সেই পাখিটা রাখবে ধরে।।
সেদিন তুমি সব হারিয়ে
খুব নিরবে রবে পরে,
সবাই মিলে রাখবে তোমায়
অন্ধকারে বন্দি করে।।
সময় থাকতে সঞ্চয় করো
সত্য আলো ওই অন্তর।।
দৃশ্যমান এক খাঁচার ভিতর
অদৃশ্য এক পাখির ভুবন,
পাখি ছাড়া পরবে ধসে
খুলবে না আর তোমার নয়ন।
সফল হতে সবুর লাগে
মানুষ হও ধৈর্য ধরে।।
ফুটবেনা আর ঠোঁটের হাসি
বলবেনা আর কথা বদন,
নড়বে না আর হাতের আঙ্গুল
চলবেনা আর তোমার চরণ।
কখনো কেউ হয়না মানুষ
মানুষের ওই খোলসা পরে।।
Comments
Post a Comment